ঢাকা, মঙ্গলবার   ১০ সেপ্টেম্বর ২০২৪

বন্ধুর চুলে স্পা করে ভাইরাল সুহানা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৫, ৫ মে ২০১৮

বলিউড তারকা ও তাদের সন্তানরা যাই করেন তা-ই এখন নিউজের বড় ইস্যু হয়ে যায়। বিশেষ করে শোবিজের পাতায় তাদের আলাদা স্থান। এবারও বরাবরের মত ১৭ বছর বয়সী শাহরুখ কন্যা সুহানা শিরোনামে উঠে আসলেন নতুন কান্ড করে।

বলিউড বাদশা শাহরুখের আদরের একমাত্র কন্যা সুহানাকে দেখা গেল বন্ধুর চুলে হেয়ার স্পা করে দিতে। প্রকাশের পর সেই ভিডিও নিমেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে ভিডিওটা দেখে বেশ বোঝা যাচ্ছে যে ভিডিওটি সুহানার অজান্তেই কেউ রেকর্ড করেছেন।
তবে এই প্রথম নয়, দুদিন আগেই হস্টেলে বন্ধুদের সঙ্গে মিউজিক্যাল চেয়ার খেলার ভিডিও ভাইরাল হয়েছিল তার।
প্রসঙ্গত, বর্তমানে সুহানা খান লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। ভিডিওগুলো সেখানকার হোস্টেলে তোলা। তবে লন্ডনের হোস্টেলে থাকলেও সুহানাকে মাঝে মধ্যেই মুম্বাইতে তাঁর বাবা-মার কাছে এসে থাকতে দেখা যায়।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি