ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

সবার আগেই বাংলাদেশে ‘ডেডপুল ২’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ১৮ মে ২০১৮

Ekushey Television Ltd.

২০১৬ সালে মুক্তি পাওয়া মার্ভেল কমিকসের ‘ডেডপুল’ সিনেমার কথা মনে আছে নিশ্চই। এ সিনেমাটি ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার আয় করে রেকর্ড সৃষ্টি করেছিলো। বক্স অফিস কাঁপানো সেই সাফল্যের রেশ রয়ে গেছে এখনো। এরমধ্যেই হাজির হয়েছে চলচ্চিত্রটির দ্বিতীয় কিস্তি ‘ডেডপুল টু’। বাংলাদেশে চলচ্চিত্রটি পরিবেশন করতে যাচ্ছে দর্শকের পছন্দের প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স।
আজ ১৮ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ‘ডেডপুল ২’।

স্টার সিনেপ্লেক্স জানায়, চলচ্চিত্রটি তাদের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আন্তর্জাতিক মুক্তির একদিন আগেই, অর্থাৎ ১৭ মে।

‘ডেডপুল’ পরিচালক হিসেবে টিম মিলার কাজ করলেও এবার ‘ডেডপুল টু’ নির্মাণ করছেন ডেভিড লেইচ। আগের সিনেমার মতো এখানেও রায়ান রেনল্ড ডেডপুলের ভূমিকায় আছেন। সেই সঙ্গে থাকছেন জ্যাজি বিটজ, ব্রিয়ানা হিল্ডারব্র্যান্ড, জ্যাক ক্যাসি, স্টিফানসহ আরও অনেকে। আগের সিনেমা থেকে এবার থাকছেন মোরেনা বাক্কারিন ও টি জে মিলার। আর ক্যাবলের ভূমিকায় থাকছেন জশ ব্রোলিন। অন্যদিকে রাসেলের চরিত্রে অভিনয় করছে ১৫ বছর বয়সী জুলিয়ান ডেনিসন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি