ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ফরাসী পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৭, ২০ মে ২০১৮

Ekushey Television Ltd.

এবার ফ্রান্সের এক সুপরিচিত চলচ্চিত্র পরিচালক লুক বেসোনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। প্যারিসের পুলিশ এই ঘটনার তদন্ত করছে।

শুক্রবার প্যারিসের পুলিশ স্টেশনে এক অভিনেত্রী লুক বেসোনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন।
ওই চলচ্চিত্র পরিচালকের আইনজীবী থিয়েরি মারেমবার্ট জানিয়েছেন, এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন লুক বেসোন। তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হলেও তিনি ওই নারীর সঙ্গে কখনও খারাপ আচরণও করেননি বলে দাবি করা হয়েছে।
বেসোন (৫৯) একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার। তিনি ১৯৮৮ সালে লা গ্র্যান্ড ব্লিউ, লিওন, সাবওয়ে, দ্য ফিফথ এলিমেন্ট এবং অ্যাকশন থ্রিলার মুভি নিকিটার পরিচালনার মধ্য দিয়ে জনপ্রিয়তা পান।

সূত্র : বিবিসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি