ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

কান উৎসব চলাকালীন আমাকে ধর্ষণ করে ওয়েইন্সটিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ২১ মে ২০১৮

হলিউড প্রযোজক হার্ভি ওয়েইন্সটিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পুরানো ঘটনা। এরপর বহু ঘটনা ঘটে গেছে। তবে বার কান চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেত্রীর নাম ঘোষণা করতে মঞ্চে উঠেছিলেন ইতালীয় অভিনেত্রী-পরিচালক, ৪৩ বছর বয়সি এশিয়া আর্জেন্টো। সেই মঞ্চে দাঁড়িয়েই তিনি বলেন, ‘১৯৯৭ সালে এই কান উৎসব চলাকালীনই আমাকে ধর্ষণ করেছিল ওয়েইন্সটিন। আমার তখন একুশ বছর বয়স।’

কান কর্তৃপক্ষের দিকেও আঙুল তুলে তিনি দাবি করেন, এত বছর ধরে অনেকেই ওয়েইন্সটিনের স্বরূপ জানতেন। কিন্তু কেউ কিছুই বলতেন না। তবে তার আশা, ‘হার্ভিকে এখানে, এই মঞ্চে আর কোনও দিন স্বাগত জানানো হবে না। পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি ওকে ওর অপরাধের জন্য বর্জন করবে।’
আরও এক ধাপ এগিয়ে এশিয়া আর্জেন্টো বলেন, ‘এই মুহূর্তে, আপনাদের সকলের মধ্যে হয়তো এমন অনেকেই বসে রয়েছেন, যারা মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করে থাকেন। তাদের বলছি, আপনাদের আমরা চিনি। মুখোশের আড়ালে বেশি দিন লুকিয়ে থাকতে পারবেন না। আপনাদের সবাইকে অবিলম্বে গ্রেফতার করা উচিত।’

‘দ্য নিউ ইয়র্কার’-এর এক নিবন্ধে ওয়েইন্সটিনের বিরুদ্ধে যখন প্রথম ধর্ষণের অভিযোগ তোলেন বেশ কয়েকজন তারকা, তখন সেই তালিকায় ছিলেন এশিয়াও। সেই অভিযোগ অস্বীকার করেছিলেন ওয়েইন্সটিনের আইনজীবী। তবে ঘটনার কথা অস্বীকার করা হয়নি।

একটি বিবৃতিতে ওয়েইন্সটিনের পক্ষে জানানো হয়েছিল, সে বারের সেই যৌন সম্পর্ক দু’পক্ষের সম্মতিতেই হয়েছিল। ধর্ষণ ছিল না। যা মানেননি এশিয়া আর্জেন্টো। তিনি আরও দাবি করেছিলেন, ২০০০ সালে তার পরিচালিত ‘স্কারলেট ডিভা’ সিনেমাটিতে যে ধর্ষণের দৃশ্য রয়েছে, তা তার নিজের অভিজ্ঞতার কথা মাথায় রেখেই।

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি