ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

একদিনের মধ্যেই জামিনে মুক্ত ধর্ষক ওয়াইনস্টিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭, ২৬ মে ২০১৮ | আপডেট: ০৮:৪৫, ২৬ মে ২০১৮

Ekushey Television Ltd.

গ্রেফতারি এড়াতে আত্মসমর্পন, আবার সেদিনই মিলল জামিন। হলিউড প্রযোজক হার্ভি ওয়াইনস্টিন ১ মিলিয়ন ডলারের বিনিময়ে জামিনে মুক্ত।
শুক্রবার নিউইয়র্ক পুলিশ স্টেশনে আত্মসর্পণ করেন হার্ভি ওয়াইনস্টিন। তাঁর বিরুদ্ধে একাধিক মহিলাকে ধর্ষণ, যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। হেনস্থার অভিযোগ তুলেছিলেন অ্যাঞ্জোলিনা জলি থেকে বহু হলিউড তারকারা। ওয়াইনস্টিনকে অস্কার কমিটি থেকেও বহিষ্কার করা হয়। পরিস্থিতি প্রতিকূল দেখেই আত্মসর্পণ করেছিলেন তিনি। অবশ্য, আত্মসর্পণের দিনই জামিনে মুক্ত হলেন।
হার্ভি ওয়াইনস্টিনের আইনজীবী বেনজামিন ব্রাফম্যান জানান, ওয়াইনস্টিনের বিরুদ্ধে করা মামলায় বেশ কিছু অসঙ্গতি রয়েছে। যে সমস্ত মহিলারা তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন, তাদের পরবর্তী বয়ান অসঙ্গতিপূর্ণ।
২ বয়ানে কোনও মিল নেই বলে জানাচ্ছেন বেনজামিন। সংগৃহীত তথ্যও হার্ভি ওয়াইনস্টিনকে দোষী প্রমাণ করে না। সমস্ত কিছু বিচার করে ওয়াইনস্টিনকে জামিনের নির্দেশ দেয় আদালত। ওয়াইনস্টিনের বিরুদ্ধে ধর্ষণ, যৌন হেনস্থা, অপরাধমূলক কাজের একাধিক মামলা রয়েছে। মামলার পরবর্তী শুনানি ৩০ জুলাই।
সূত্র : বিবিসি
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি