ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

স্বামীর কাছেও রহস্য গোপন রাখলেন ব্লেক লাইভলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৫, ২৮ মে ২০১৮

Ekushey Television Ltd.

আগামী সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে থ্রিলার ধাঁচের হলিউড সিনেমা ‘এ সিম্পল ফেভার’। সিনেমার মূল চরিত্র এমিলি ডিকেনসন। যে চরিত্রে অভিনয় করেছেন ব্লেক লাইভলি। সিনেমাটির ট্রেইলার প্রকাশ হওয়ার পর দর্শকরা এমিলি চরিত্রটির হঠাৎ নিখোঁজের কারণ বোঝার চেষ্টা করছেন। এসব কৌতূহলী দর্শকদের তালিকায় আছেন হলিউডের জনপ্রিয় তারকা রায়ান রেনোল্ডসও। এজন্য তিনি সাহায্য নিয়েছেন টুইটারের।

স্বয়ং এমিলি চরিত্রে যিনি অভিনয় করেছেন তাকেই জিজ্ঞেস করেছেন এ প্রশ্ন। ব্লেক লাইভলি তার ভক্তের প্রশ্নে সাড়াও দিয়েছেন।
২০১২ সালে বিয়ে করেন রায়ান ও ব্লেক। দুই সন্তান আছে তাদের সংসারে। সিনেমার কাহিনী জানতে দাম্পত্য জীবনকেই টেনে এনেছেন রায়ান।

স্ত্রীকে ট্রল (খোঁচা) করে টুইটারে ‘ডেডপুল’ তারকা লিখেছেন, তুমি আমাকে অন্তত বলতে পার। আমরা স্বামী-স্ত্রী। বাচ্চা জন্মের সময় একবার হাসপাতালে তোমার পাশেও ছিলাম। তাই ... বল এমিলির কী হয়েছে?
প্রশ্নের উত্তর দিলেও এমিলির রহস্যময় নিখোঁজের বিষয়টি স্বামীর কাছে প্রকাশ করেননি তিনি।
সূত্র : ডেইলি মেইল
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি