ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

সালমানকে হত্যার হুমকি, গ্রেফতার প্রাক্তন অ্যাথলিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

পেশাদার খুনি, গ্যাংস্টার বিষ্ণুই-এর দলের সদস্য সম্পত নেহেরাকে গ্রফতার করেছে ভারতের হরিয়ানা পুলিশ। এই গ্যাংস্টার বিষ্ণুই সুপারস্টার সালমান খানকে খুনের হুমকি দিয়েছিল।

গত বুধবার হায়দরাবাদের মিয়াপুর অঞ্চল থেকে গ্যাংস্টার বিষ্ণুইয়ের এই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত এপ্রিলে, গ্যাংস্টার বিষ্ণুই সর্বপ্রথম আলোচনায় উঠে আসে যখন সে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সালমানকে প্রাণনাশের হুমকি দিয়েছিল। যদিও বর্তমানে গ্যাংস্টার বিষ্ণুই যোধপুর জেলে বন্দি রয়েছে। তবে তার অবর্তমানে রাজস্থান, দিল্লি, হরিয়ানা, পঞ্জাব, চণ্ডীগড়ে অপরাধমূলক এই গ্যাংস্টার চালাচ্ছিল সম্পত নেহেরা। এবার সেই সম্পত নেহেরাকেও গ্রেফতার করল হরিয়ানা পুলিশ।

হায়দরাবাদ থেকে ধৃত এই সুপারি কিলারকে গ্রেফতারের পর ট্রানজিট রিমান্ডে তাকে হরিয়ানায় নিয়ে আসে পুলিশ। হরিয়ানা এসটিএফ-এর আইজি সৌরভ সিং বলেন, ‘সুপারি কিলিং-এর জন্য কোটি টাকা নিতেন। সম্পত নেহেরার গুলি চালানোর ক্ষেত্রে অব্যর্থ নিশানা।’

হরিয়ানা এসটিএফ-এর আইজি সৌরভ সিং আরও বলেন, দীর্ঘদিন ধরে সম্পতকে ধরার জন্য জাল বিছিয়েছিলেন তারা। সম্পত একই জায়গায় ১০ দিনের বেশিদিন কখনওই থাকত না। ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলে (INDL) -এর এক নেতাকে মারার জন্য চণ্ডীগড়ের এক ব্যবসায়ীর থেকে ৩ কোটি টাকা চেয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, পুলিশ সূত্রে খবর গ্যাংস্টার বিষ্ণুই-এর সদস্য সম্পত নেহেরা একজন পুলিশ কর্মীরই ছেলে। তিনি আবার জাতীয় স্তরের রূপোজয়ী একজন খেলোয়াড়। বন্দুকে তার অব্য়র্থ্য নিশানা। জানা গেছে সম্পতের প্রেমিকার ফোনে আড়ি পেতে সম্পতকে গ্রেফতার করে পুলিশ।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি