ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন : শাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ১২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব। বর্তমানে `ভাইজান এলো রে` ছবির প্রমোশনের জন্য কলকাতায় রয়েছেন।  
ফিল্মপাড়ায় গুঞ্জন উঠেছে কলকাতা যাওয়ার প্রাক্কালে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের সঙ্গে নির্মিতব্য তিনটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান।
এমনকি তিনটি ছবির জন্য পারিশ্রমিক হিসেবে অগ্রিম এক কোটি টাকা নিয়েছেন তিনি। এছাড়া কেউ কেউ বলছেন, এবারের ঈদে হার্টবিট প্রোডাকশনের `সুপার হিরো` যেন মুক্তি না পায় সেজন্য পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন শাকিব খান। কিন্তু এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।
সোমবার সন্ধ্যায় কলকাতা থেকে মুঠোফোনে গণমাধ্যমকে তিনি গণমাধ্যমকে বলেন, এই মুহূর্তে আমি কলকাতায় `ভাইজান এলো রে` ছবির প্রমোশন নিয়ে ব্যস্ত রয়েছি। এরইমধ্যে এসব গুজব ছাড়ানো হচ্ছে। যা মিথ্যা ও ভিত্তিহীন।
শাকিব খান আরও বলেন, আমি নিজেও চাই `সুপার হিরো` মুক্তি পাক। ছবিটি আন্তর্জাতিক মানের। আমি অনেক কষ্ট করেছি এই ছবির জন্য।   
সেলিম খানের সঙ্গে চুক্তির ব্যাপারে তিনি জানান, হ্যাঁ সেলিম খান তিনটি ছবির প্রস্তাব নিয়ে এসেছিল। কিন্তু ছবির চিত্রনাট্য পছন্দ না হওয়ায় আমি তাকে না করে দিয়েছি। এমনকি এরপর থেকে সেলিম খানের কোনো ছবিতে আর কাজ করব না বলেও সিদ্ধান্ত নিয়েছি।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি