ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

‘রাস্তায় আবর্জনা ফেলছেন কেন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৫, ১৭ জুন ২০১৮ | আপডেট: ২৩:৩১, ১৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

গাড়িতে যেতে যেতে প্লাস্টিক ছুঁড়ে রাস্তায় ফেলতে যাচ্ছিলেন এক ব্যক্তি৷ সেটা দেখা মাত্র ওই ব্যক্তিকে ধমক দেন বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা৷ তার একদিন পর ফেসবুক পোস্টে আনুষ্কা শর্মাকে পাল্টা আক্রমণ করলেন ওই ব্যক্তি৷

ফেসবুক পোস্ট থেকে জানা গেছে ওই ব্যক্তির নাম আরহান সিং৷ গোটা ঘটনাটির ব্যাখ্যা করে আরহান লিখেছেন, আনুষ্কা শর্মা এমনভাবে চিৎকার করছিলেন যেন মনে হচ্ছিল কোনো ‘রোডসাইড পার্সন’৷

বিরাট কোহলি যে ভিডিওটি আপলোড করেন তাতে দেখা গেছে, একটি গাড়িতে যাচ্ছেন আনুষ্কা। পাশে আর একটি গাড়িতে এক ব্যক্তি। সেই ব্যক্তি একটি প্যাকেট ফেলার চেষ্টা করছে গাড়ির কাঁচ খুলে। এই দৃশ্য দেখেই রেগে যান আনুষ্কা। কাঁচ নামিয়ে তিনি বলে ওঠেন, ‘রাস্তায় আবর্জনা ফেলছেন কেন?’ চীৎকার করে তিনি বলছেন, ‘রাস্তাটা প্লাস্টিক ফেলার জায়গা নয়।’

ঘটনার সময় আরহান ফেসবুকে তার নিজের মনোভাব ব্যক্ত করেছেন৷ জানিয়েছেন, গাড়ি চালানোর সময় অতি নগণ্য মাত্রার একটি প্লাস্টিক বাইরে ফেলতে যাচ্ছিলাম৷ তখন পাশ দিয়ে একটি গাড়ি চলে যায়৷ গাড়ির কাঁচ নামতেই দেখি সামনে সুন্দরী আনুষ্কা শর্মা৷ গাড়ি থেকে মুখ বের করে তিনি চিৎকার করছেন৷ যেন মনে হচ্ছে কোনো রোডসাইড পার্সন৷ আমি আমার কাজের জন্য অনুশোচনা প্রকাশ করি৷ কিন্তু অনুষ্কা শর্মা কোহলি যদি তার শব্দ চয়নে একটু সংযত হতেন তাহলে সুন্দর হতো।

অপরদিকে বিরাট কোহলি এই ভিডিও পোস্ট করে তার স্ত্রীর সমর্থনে লিখেছেন, ‘যদি আপনারা এই ধরনের কিছু দেখেন, তাহলে আপনারাও সরব হন আর মানুষকে সতর্ক করুন।’ কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। করন জোহর ভিডিওটি রিট্যুইট করে লিখেছেন,(‘well done @AnushkaSharma’)।

অনেকে এই ভিডিওটি দেখে মজা করেন। এরপর বিরাট লেখেন, যেসব লোকের কিছু করার ক্ষমতা নেই, তারাই এই ধরনের মজা করে থাকেন।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি