ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

এমটিভি অ্যাওয়ার্ডে সেরা ‘ব্ল্যাক প্যান্থার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫, ২০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

এমটিভি চলচ্চিত্র টিভি অ্যাওয়ার্ডে সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘ব্ল্যাক প্যান্থার’সোমবার রাতে বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়। আসরে সেরা পারফর্মেন্স, সেরা নায়ক, সেরা খলনায়ক ক্যাটাগরিতেও পুরস্কার জিতেছে ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমাটি। সেরা অনস্ক্রিন টিমের খেতাব জিতেছে ‘ইট’`আর সেরা অ্যাকশন সিনেমার পুরস্কার জিতেছে ‘অস্কার ওম্যান’পুরস্কার আসরে সেরা অ্যাকশন দৃশ্য, পর্দায় সেরা চুমু`মতো বিতর্কিত ক্যাটাগরিতেও পুরস্কার দেয়া হয়েছে।

সেরা ড্রামা সিরিজ, পারফর্মেন্স, ভয়াল পারফর্মেন্স এবং সংগীতে সেরা মুহূর্ত বিভাগে পুরস্কার জিতেছে ‘স্ট্রেঞ্জার থিংস’। সেরা সংগীত প্রামাণ্যচিত্র নির্বাচিত হয়েছে ‘গাগা: ফাইভ ফুট টু’। আর সেরা রিয়েলিটি শোর খেতাব জিতেছে কিম কার্দাশিয়ানের ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি