ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

‘আমার কাছে তো আব্রাম আছে, আর ওর কাছে...‘

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২১, ২০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস সাবেক স্বামী ও ঢালিগঞ্জের টপ হিরো শাকিব খান সম্পর্কে বলেন, ছেলের সঙ্গ পেয়ে অপু ভালো আছেন। অন্যদিকে একাকীত্বে ভোগছেন শাকিব খান।

ঈদ শেষে বর্তমানে অপু কলকাতায় শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। ছবির নাম ‘শর্টকাট’। পরিচালক সুবীর মণ্ডল। নচিকেতার লেখা একটি গল্পকে নিয়ে তৈরি হচ্ছে মুভিটি। এ চলচ্চিত্রে নূরজাহান চরিত্রে অভিনয় করছেন অপু।

সম্প্রতি ভারতীয় একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে শাকিব খানকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে অপু বলেন, মিস করি কিনা জানি না, তবে একটা কথা বলতে পারি- আমার কাছে সন্তান আছে। আর সে কিন্তু একা। তাই থেমে থাকলে চলবে না। জীবন যখন আছে, তখন জীবনে নানারকম অভিজ্ঞতা তো থাকবেই। ভাল-খারাপ, সব নিয়েই একটা মানুষের জীবন।

শাকিব-অপু জুটির ‘পাঙ্কু জামাই’ -এর মুক্তির ব্যাপারে তিনি বলেন, এই ছবি তৈরির মাঝখানেই আমাদের একটা সমস্যা হয়েছিল। তবে ব্যক্তিগত সমস্যা যাই থাকুক না কেন, ছবি কমপ্লিট হওয়া নিয়ে কোনো সমস্যা হয়নি।‘

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি