ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

শুটিং শুরু ‘প্রতিশোধের আগুন’র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২১, ২২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

শুরু হয়েছে নতুন সিনেমা ‘প্রতিশোধের আগুন’-র শুটিং। ২০ জুন থেকে রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং হাউজে সিনেমার কাজ শুরু হয়েছে। এটি পরিচালনা করছেন মোহাম্মদ আসলাম।

সিনেমাটিতে জায়েদ খানের সঙ্গে মৌ খান ও শাহরিয়াজের বিপরীতে নবাগত মুখ নাজ অভিনয় করছেন। এরইমধ্যে মৌ খান, শাহরিয়াজ ও নাজ শুটিংয়ে অংশ নিয়েছেন। কয়েকদিনের মধ্যে জায়েদ খানও অংশ নেবেন বলে জানা যায়।

শাহরিয়াজ বলেন, নতুন চরিত্র নিয়ে সবার সামনে হাজির হতে চাই। এই সিনেমার গল্পে আমার যে চরিত্রটা দেয়া হয়েছে সেটি অনেক চ্যালেঞ্জিং। কাজটি ঠিকভাবে হলে দর্শক সিনেমাটি বেশ পছন্দ করবে বলে আশা করছি। আমার বিপরীতে নবাগত নায়িকা নাজ অভিনয় করছেন।

মৌ খান বলেন, ঈদের পর এ সিনেমার কাজ শুরু করলাম। গল্পটি বেশ ভালো লেগেছে। এ সিনেমাতে চলচ্চিত্রের সিনিয়র অভিনেতা ড্যানি সিডাক ভাইও রয়েছেন।

এ সিনেমাতে জায়েদ খান-মৌ খান, শাহরিয়াজ-নাজ ছাড়া আরও অভিনয় করছেন সাদেক বাচ্চু, রেবেকা প্রমুখ। উল্লেখ্য, এর আগে শফিক হাসানের ‘বাহাদুরি’ সিনেমাতে জুটি হয়েছিলেন জায়েদ-মৌ খান। এটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি