ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

টম ক্রুজের প্রেমিকা হতে স্কারলেটের অডিশন!  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৬, ২৮ জুন ২০১৮ | আপডেট: ২৩:৩০, ২৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন তেলে বেগুনে জ্বলে উঠেছেন। হওয়াটাইতো স্বাভাবিক। তিনি নাকি আরেক হলিউড তারকা টম ক্রুজের প্রেমিকা হতে অডিশন দিয়েছিলেন। একে অত্যন্ত `অসম্মানজনক` হিসেবে আখ্যা দিয়েছেন স্কারলেট।  

বর্তমানে কমেডিয়ান কলিন জোস্টের সঙ্গে প্রেম করছেন `অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার` তারকা। টম ক্রুজ সাইন্টোলজি মতাদর্শে বিশ্বাসী। সম্প্রতি সাবেক সাইন্টোলজিস্ট ব্রেন্ডন টাই দাবি করেন, নিকোল কিডম্যানের সঙ্গে টম ক্রুজের বিচ্ছেদের পর তার প্রেমিকা হওয়ার জন্য রীতিমতো অডিশন দেন অনেক নারী। এ তালিকায় ছিলেন স্কারলেটও।

অস্ট্রেলীয় অভিনেত্রী নিকোল কিডম্যানের সঙ্গে বিচ্ছেদের ৫ বছর পর পর ২০০৬ সালে মার্কিন অভিনেত্রী কেটি হোমসকে বিয়ে করেন টম ক্রুজ। ২০১২ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। গুঞ্জন আছে, নিকোলের সঙ্গে ছাড়াছাড়ির পর কয়েকমাস স্কারলেটের সঙ্গে প্রেম করেছিলেন টম ক্রুজ। তবে অডিশন দেয়ার বিষয়টি অস্বীকার করেছেন স্কারলেট। বুধবার তিনি বলেন, `নিজের সম্পর্ক বেছে নেয়ার মতো সামর্থ্য আমার নেই- ব্রেন্ডন টাইয়ের মতো লোকই এমন আষাড়ে গল্প ফাঁদতে পারে।`

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি