ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

স্বামীকে নিয়ে নতুন সংসারে মাহি  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৬, ৩ জুলাই ২০১৮ | আপডেট: ২১:১৯, ৩ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি নতুন সংসার শুরু করেছেন। বিয়ের পর থেকে ঢাকায় বাবার বাড়ি ও সিলেটের শ্বশুরবাড়িতে কাটিয়েছেন বেশ কিছু সময়। এবার নিজের নতুন সংসার নিজের হাতেই সাজিয়েছেন তিনি। 

সম্প্রতি স্বামী পারভেজ মাহমুদ অপুকে নিয়ে নিজের একান্ত ফ্ল্যাটে ওঠলেন এ অভিনেত্রী। শুরু করেছেন নতুন সংসার। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে নতুন ফ্ল্যাটের ছবি পোস্ট করেছেন মাহি। ছিমছাম, কম আসবাবপত্রের মধ্যে সাজানো-গোছানো এ ফ্ল্যাটের বিভিন্ন রুমের ছবি দিয়ে স্বামীর উদ্দেশ্যে ক্যাপশন দিয়েছেন ‘মাহি-অপুর সংসার। আজ থেকে আমি আর তুমি।’

নতুন ফ্ল্যাটের ড্রয়িং-ডাইনিং স্পেসকে লাল -হলুদে সাজিয়েছেন নায়িকা বেডরুমেও আছে লালের ছোঁয়া। আপাতত মেঝেতেই বিছানা পাতা।

এছাড়া ড্রয়িং রুমে ছোট ছোট টবে গাছও দেখা যাচ্ছে। লাল রঙের সাজসজ্জার মাঝে সবুজ গাছগুলো বেশ আকর্ষণীয় হয়ে ওঠেছে। ছিমছাম ড্রয়িংরুমে বসে বিশ্বকাপ ফুটবল ম্যাচ উপভোগ করছেন মাহিয়া মাহি।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি