ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

পপ তারকা জাস্টিন বিবারের বাগদান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৭, ৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

কানাডিয়ান সঙ্গীতশিল্পী, গীতিকার এবং সঙ্গীত প্রযোজক জাস্টিন বিবার তার গান দিয়ে হৃদয় কেড়েছেন অনেক তরুণীর।  

তাকে নিয়ে অনেক তরুণী স্বপ্ন বুনলেও অবশেষে তিনি তার পুরোনো বান্ধবী মার্কিন মডেল ২১ বছর বয়সী হেইলি ব্যাল্ডউইনের সঙ্গে বাগদান করেছেন।   

সম্প্রতি বাহামা দ্বীপপুঞ্জের এক রিসোর্টে তাদের এই বাগদান পর্ব সম্পন্ন হয়।  

বিবারের প্রেমের আয়ু নিয়ে অবশ্য ভক্তদের বেশ ব্যস্তই থাকতে হয়েছে। কেননা তিনি কখন যে কার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন, আবার ভেঙে ফেলেন তা বুঝে উঠা দায়। 

এর আগে কণ্ঠশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজের সঙ্গে বিচ্ছেদের পর গত বছর অক্টোবর মাসে তারা আবার মিলে যান। এ নিয়ে সমালোচনা কম হয়নি। 

তবে হেইলির সঙ্গে বাগদান হওয়ার ফলে সব জল্পনা কল্পনার অবসান ঘটলো। 

বাগদান নিয়ে জাস্টিনের বাবা-মা তাকে শুভ কামনা জানিয়েছেন।

অপরদিকে হেইলিও অভিনন্দন পেয়েছেন তার বাবার কাছ থেকে। হেইলির বাবা হলেন মার্কিন তারকা অভিনেতা ও চিত্র প্রযোজক স্টিফেন ব্যাল্ডউইন।

সূত্র: বিবিসি

এমএইচ/এসি    

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি