ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকাররা সিয়ামের ভক্ত!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ১০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ঢালিউডের অভিনেতা সিয়ামের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট প্রায় ৯ ঘণ্টার মতো হ্যাক ছিলো। গত সোমবার তিনি গণমাধ্যমকে বলেন, হঠাৎ করে দেখি আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে পারছিলাম না। পরে অবশ্য হ্যাকাররা নিজ থেকেই যোগাযোগ করে অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছেন।

সিয়াম আরও বলেন, হ্যাকাররা বলছেন তারা আমার ভক্ত। দেশের বাইরে থেকে কেউ বা কারা আমার অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছেন, এমন তথ্য পেয়ে তারা আমার অ্যাকাউন্ট নিরাপদ রাখতে নাকি আগে থেকেই হ্যাক করেছেন। তবে এখন অ্যাকাউন্ট সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে আছে।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত জাজের ‘পোড়ামন ২’ সিনেমার নায়ক সিয়াম আহমেদ। তার অ্যাকাউন্টে ৫ লাখ ২৪ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি