ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

তাহসানের নতুন গান ‘একলা হতে চাই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩, ১১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

তাহসান খান। একাধারে তিনি অভিনেতা, গায়ক, মডেল শিক্ষক। নিজের কাজের সব সেক্টরেই জনপ্রিয় তিনি। তবে অভিনয়ের কারণে গানে খুব একটা সময় দিতে পারছেন না তাহসান। চলতি বছরের শুরুতে একটি গান প্রকাশ করেছেন তাহসান। গানটি বেশ জনপ্রিয়তাও পায়। বছরের মাঝামাঝিতে এসে আবারও নতুন গান প্রকাশ হচ্ছে শিল্পীর। গানের শিরোনাম ‘একলা হতে চাই’

নিহার আহমেদের কথায় গানটির সুর করেছেন বেলাল খান ও মিউজিক করেছেন সাজিদ সরকার। সেভেনটিউনস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে আগামী ২০ জুলাই প্রকাশ পাবে গানটি।

গানটি প্রসঙ্গে তাহসান বলেন, ‘এ গানের সুর ও সঙ্গীত ভালো হয়েছে। আমি যে ধারার গান করি এ গানটিও সে ধারার। তবে কিছুটা ব্যতিক্রম থাকছে। গানটি শুনলেই শ্রোতারা এ ভিন্নতা খুঁজে পাবেন।’

উল্লেখ্য, এবার তাহসানের অভিষেক হচ্ছে চলচ্চিত্রেও। কলকাতার নায়িকা শ্রাবন্তীকে নিয়ে ‘যদি একদিন’ নামের একটি সিনেমাতেও অভিনয় শেষ করেছেন। মোস্তফা কামাল রাজ পরিচালিত এ সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি