ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

এবার মাহির আইডিও হ্যাকড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৩, ১৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

একের পর এক বাংলাদেশি তারকাদের আইডি হ্যাক করছে হ্যাকারদল। এর আগে আরিফিন শুভ, শবনম বুবলি, মিথিলা, মিনারসহ অনেকের আইডি হ্যাক করেছিল ওল্ড ম্যাক্সটান নামের একটি হ্যাকারদল। এবার মাহিয়া মাহির আইডি হ্যাক করেছে টক্সিক টিম টিটি।

১৭ জুলাই রাত থেকে মাহি আর নিজের আইডি নিয়ন্ত্রণে নিতে পারছেন না। উল্টো তার আইডি থেকে হ্যাকারদল স্ট্যাটাস দিয়েছে, ‘সিকিউরিটি এক্সপেরিমেন্টের অভাবে আইডিটি হ্যাক করল টক্সিক টিম টিটি। শিগগিরই উনার (মাহির) অ্যাকাউন্ট ও পেজ ফুললি সিকিউর করে আবার ব্যাক করে দেওয়া হবে। সাইবার জগতের ২৪ ঘণ্টা নিরাপত্তার স্বার্থে আমাদের পাশেই থাকুন।’

এই স্ট্যাটাসের নিচে মাহি কমেন্ট করে জানতে চান, ‘মানে কী?’

উত্তরে হ্যাকারদলটির কোনো সাড়া পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে মাহি বলেন, ‘প্রত্যেকের ফেসবুক প্রফাইলে ব্যক্তিগত কিছু বিষয় থাকে। হ্যাক্ড হলে আবার গোপনীয় কী থাকল? আমার আইডি যদি নিরাপদ না হয় তাহলে হ্যাকাররা সরাসরি যোগাযোগ করতে পারত! এভাবে হ্যাক করে আইডিটা নিজেদের দখলে নেওয়া কি অন্যায় নয়!’
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি