ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১, ২০ জুলাই ২০১৮ | আপডেট: ০৯:০৪, ২০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আরও একবার সম্মাননা পাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা। আজ সাঁকো টেলিফিল্ম প্রবর্তিত ‘পার্সোনালিটি অ্যাওয়ার্ড’-এ ভূষিত করা হবে তাকে।
সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এই পুরস্কার তার হাতে তুলে দেওয়া হবে। সমাজ, সংস্কৃতি এবং সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য রুনা লায়লাকে এই সম্মাননা দেওয়া হচ্ছে বলে আয়োজকরা জানান।
এ প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘যে কোনো পুরস্কার পাওয়া আনন্দের। পুরস্কার মানেই কাজের স্বীকৃতি। এ ধরনের স্বীকৃতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। যারা আমাকে এমন সম্মাননায় ভূষিত করতে যাচ্ছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ।’
কণ্ঠশিল্পীর পাশাপাশি রুনা লায়লা গত বছর সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তার সুরে আঁখি আলমগীরের গাওয়া ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রের ‘গল্পকথার ঐ কল্পলোকে’ শ্রোতাদের মাঝে সাড়া জাগিয়েছে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি