ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

প্রচারণা ছাড়াই ‘সুলতান’ সুপারহিট: মিম 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১২, ২১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

কলকাতার ছবি ‘সুলতান : দ্য সেভিয়ার’ এ অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। শুক্রবার সিনেমাটি বাংলাদেশের ১১৮টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছে কলকাতার জিৎ। কলকাতা জয় করে ছবিটি বাংলা জয় করতে এসেছে। তবে বাংলাদেশে এ ছবি মুক্তি নিয়ে দেখা দিয়েছিল নানা জটিলতা।

এ প্রসঙ্গে মিম বলেন, ‘সুলতান’ আমার অনেক ভালো একটি কাজ। গত ঈদে কলকাতায় ছবিটি মুক্তি দেওয়া হয়। বাংলাদেশে মুক্তির কথা থাকলেও নানা জটিলতায় বারবার এর মুক্তি পিছিয়ে যাচ্ছিল। অবশেষে সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পেল-এজন্য আমি খুব আনন্দিত।  

মিম আরও বলেন, খোঁজ নিয়ে জানতে পেরেছি ‘সুলতান’ হাউজফুল যাচ্ছে। প্রচারণা ছাড়াই সুলতান সুপারহিট। এটা একটা প্লাস পয়েন্ট। আর কলকাতায় আমি অ্যাক্টিভ ছিলাম। কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের জন্য আমাকে ডেকেছে আমি গিয়েছি। কিন্তু এখানে আমি যতটুক পেরেছি কাজ করেছি। কলকাতায় আমাকে ভাত তরকারি রেডি করে দিয়েছে আমি শুধু খেয়েছি।‘সুলতান’ এ কাজ করে আমি অনেক হ্যাপি। ওরা অনেক ফ্রেন্ডলি। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ছবির পুরো টিম আমার অভিনয়ের প্রশংসা করেছে। জিৎ দা অনেক ফানি মানুষ।

এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি