ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

ঢাকায় আসছেন ঋতুপর্ণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ২২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা সংস্থা ‘কৃতাঞ্জলি চলচ্চিত্র’ থেকে ‘জ্যাম’ শিরোনামের একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন তার সহধর্মিণী শেলী মান্না। এটি নির্মাণ করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। সিনেমার মূল ভাবনা প্রয়াত আহমেদ জামান চৌধুরীর। কাহিনি বিন্যাস করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল ও শেলী মান্না। চিত্রনাট্য ও সংলাপ রচনা করছেন পান্থ শাহরিয়ার।
এ সিনেমাতে অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আগামীকাল ২৩ জুলাই সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকা ক্লাবে ‘জ্যাম’ সিনেমার শুভ মহরতের আয়োজন করা হয়েছে। আর এই সিনেমার মহরতে অংশ নিতে আজ ঢাকায় আসছেন ঋতুপর্ণা।
বিষয়টি নিশ্চিত করে নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, ‘আশা করছি আগামী অক্টোবরে জ্যাম সিনেমার কাজ শুরু করতে পারবো। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। এই চলচ্চিত্রে ঋতুপর্ণাকে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে। তবে তিনি এই চলচ্চিত্রের মূল নায়িকা নন। কিন্তু ঋতুপর্ণার চরিত্রটি জ্যাম-এর গুরুত্বপূর্ণ অংশ অবশ্যই। আশা করছি আমাদের সঙ্গে ঋতুপর্ণার কাজ অনেক ভালোভাবেই হবে।’

উল্লেখ্য, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা পূর্ণিমা।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি