ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

একসঙ্গে প্লেব্যাকে ইমরান-লিজা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৯, ২৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

চলতি সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল সানিয়া সুলতানা লিজা। একসঙ্গে প্লেব্যাক করলেন দুই তারকা। মঙ্গলবার রাতে নতুন গানটিতে কণ্ঠ দিয়েছেন তারা। এর সুর সংগীতায়োজন করেছেন ইমন সাহা। গানটি থাকবে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমাতে। সিনেমার মূল ভূমিকায় অভিনয় করছেন অপু বিশ্বাস বাপ্পী চৌধুরী।

গানটিতে কণ্ঠ দেয়া প্রসঙ্গে ইমরান বলেন, ‘ইমন সাহা দাদার সঙ্গে কাজ করতে বরাবরই ভালো লাগে। এবারের গানটিও ভালো হয়েছে। আমি ও লিজা গানটি গেয়েছি। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’

অপরদিকে লিজা বলেন, ‘গানটি করে বেশ ভালো লেগেছে। শ্রোতাদেরও ভালো লাগবে আশা করি।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি