মনের জোরে লড়ে যাচ্ছেন সোনালি
প্রকাশিত : ১১:২৯, ৪ আগস্ট ২০১৮ | আপডেট: ১১:৩৮, ৪ আগস্ট ২০১৮
 
				
					অভিনেত্রী সোনালি বেন্দ্রে। মারণ রোগে আক্রান্ত তিনি। এ খবর আজ কারও অজানা নয়। তবে এখন কেমন আছেন তিনি? এই কৌতুহল সবার। অবশেষে অভিনেত্রীর স্বামী গোল্ডি বেহল জানিয়েছেন, ‘মেটাস্ট্যাটিক ক্যান্সারে’ আক্রান্ত সোনালি বেন্দ্রে। কিন্তু তিনি এখন সুস্থ অনেকটাই। চিকিৎসায় যথেষ্ট সারা মিলেছে। এখন অনেকটাই ভালো আছেন আগের থেকে। মনের অদম্য সাহস নিয়ে এগিয়ে চলেছেন অভিনেত্রী। চিকিৎসা চলছে জোর কদমে।’
খুব শীঘ্রই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা রাখছেন পরিবারের সদস্যরা। অন্যদিকে তার ননদ জানিয়েছেন, মনের জোরে লড়ে যাচ্ছেন সোনালি। আশাকরি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তবে কতদিন চলবে এই চিকিৎসা কতদিনই বা লাগবে পুরোপুরি ঠিক হতে তা স্পষ্ট জানা যায়নি।
প্রসঙ্গত, জুলাই মাসের প্রথমার্ধে মারণরোগে আক্রান্ত অভিনেত্রী সোনালি বেন্দ্রে নিজের অফিসিয়াল স্টেটমেন্টে সবকিছু প্রকাশ্যে আনেন। জানান, হাই গ্রেডের ক্যান্সারে আক্রান্ত তিনি। তার এই অসুস্থতার কথা পরিস্কার করে একটি ইমোশনাল স্টেটমেন্ট দেন সোনালি।
সূত্র : জি নিউজ
এসএ/
 
				        
				    






























































