ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

প্রেমে পড়েছেন জাহ্নবী!   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৮, ৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর অভিনীত ছবি ‘ধড়ক’। এই সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষিক্ত হয়েছেন জাহ্নবী।  

সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ-অভিনেতা ঈশানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন জাহ্নবী। এমন গুঞ্জন শোনা যাচ্ছে। গত শুক্রবার জাহ্নবী-ঈশানকে নাকি এক সঙ্গে সিনেমা হল থেকে বের হতে দেখা গেছে। এই ঘটনার পর জল্পনা আরও দৃঢ় হয়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ছবিটির প্রমোশন অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে খুনসুটি করতে দেখা যায়। সেদিন সংবাদ সম্মেলনে জাহ্নবীকে ভিড় থেকে গার্ড দিয়ে বাইরে যেতে সাহায্য করেছিলেন ঈশান।

সিনেমা মুক্তির পর এই জুটির অফস্ক্রিন ঘনিষ্ঠতা নজর কেড়েছে। এক সাক্ষাৎকারে ঈশান জানান, জাহ্নবীর সঙ্গে প্রথম দেখাতেই তাকে নিয়ে ‘লা লা ল্যান্ড’ দেখাতে নিয়ে গিয়েছিলেন।

আর সিনেমায় যাতে তাদের রসায়ন দর্শক উপভোগ করেন সেজন্যে নিজেদের মধ্যে বোঝাপড়া পাকাপোক্ত করেন।
শশাঙ্ক খাইতান পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ২০ জুলাই। এটি মারাঠী ব্লকবাস্টার ‘সাইরাত’র হিন্দি রিমেক।

মুক্তির পরেই বক্স অফিসে সাড়া ফেলে ‘ধড়ক’। সিনেমার প্রযোজক করন জোহর বলেন, বিশ্বব্যাপী ধড়ক সিনেমাটি দর্শকের মন কেড়েছে। নবাগতদের নিয়ে নতুন কোনও সিনেমা খুব কমই মাইলফলক ছুঁতে পারে। জাহ্নবী ও ঈশানের জন্য গর্ব অনুভব করছি।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি