ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

গুডবাই ‘কোয়ান্টিকো’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৬, ৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। ‘কোয়ান্টিকো’ সিরিজ দিয়ে সারা বিশ্বেই পরিচিতি পেয়েছেন তিনি। এই সিরিজের পর হলিউড সিনেমাতেও অভিনয় করেন অভিনেত্রী। হলিউডের বিভিন্ন বড় বড় ইভেন্টেও  প্রিয়াংকাকে দেখা গেছে। বর্তমানে বলিউডের চেয়ে হলিউডেই বেশি ব্যস্ত তিনি।

এরই মধ্যে প্রচার হচ্ছে ‘কোয়ান্টিকো’র তৃতীয় মৌসুমের শেষ পর্ব। রাজনৈতিক থ্রীলারনির্ভর এ সিনেমাটির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেন প্রিয়াংকা।
তবে এটি শেষ হতে যাওয়ায় বেশ আবেগী হয়ে পড়েছেন তিনি। এ সিরিজটি শেষ, তাই গুডবাই জানাতেও যেন বেশ কষ্ট হচ্ছে প্রিয়াংকার।

টুইটারে প্রিয়াংকা লেখেন, অবশেষে বলতে হচ্ছে ‘গুডবাই’। ‘কোয়ান্টিকো’ সিরিজ শেষ হচ্ছে। এখান থেকে আমার অর্জন অনেক। সিরিজটির পরিচালক, কো আর্টিস্টসহ সবাইকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আমি খুবই আবেগী হয়ে পড়েছি। সকল দর্শকদেরও অনেক ধন্যবাদ জানাতে চাই। কারণ তারা ছিলেন বলেই সিরিজটি সফলভাবে শেষ হচ্ছে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি