শুটিং-এ গুরুতর আহত অভিনেত্রী সোহিনী
প্রকাশিত : ১৩:১২, ৮ আগস্ট ২০১৮
 
				
					গুরুত্বর আহত হয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার। ‘ভূমিকন্যা’-র শুটিং চলাকালীন পিঠে গুরুতর চোট পান নায়িকা। এতটাই আঘাত পেয়েছেন যে আপাতত বন্ধ হয়ে গেছে ধারাবাহিকের শুটিং।
পিঠের আঘাত লাগার পর ডাক্তারের পরামর্শ নেন অভিনেত্রী। চিকিৎসকরা সোহিনীকে সম্পূর্ণ বেডরেস্টের পরামর্শ দিয়েছেন। তাই আপাতত বিশ্রামে আছেন তিনি। বিশ্রামের পাশাপাশি ফিজিওথেরাপিও চলছে তার।
সূত্রে খবর, একটি অ্যাকশন সিকোয়েন্স শুট করার সময় আহত হন এই সুন্দরী। দৃশ্যটিতে একটি বোট টানতে হয়েছিল নায়িকাকে। সেসময় পিঠে আঘাত পান তিনি। শুরুতে ব্যাথাটাকে খুব একটা গুরুত্ব দেননি তিনি। পরে বিষয়টা গুরুত্বর হয়ে ওঠে।
এসএ/
 
				        
				    






























































