ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

আসিফ আকবরের ‘দিল দিওয়ানা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৮, ১০ আগস্ট ২০১৮ | আপডেট: ২০:২৬, ১০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

নতুন গান নিয়ে হাজির হয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। ‘নাক গলাতে চাই না মেয়ে মন গলাতে চাই, আমি শুধু তোমার মতো একটা তুমি চাই..’ এমন কথায় আসিফ কণ্ঠ দিয়েছেন তার নতুন গান দিল দিওয়ানায়। সম্প্রতি সেভেন টিউনস এন্টারটেইনমেন্টের ব্যানারে গানটির ভিডিও প্রকাশিত হয়েছে।

গানের কথা লিখেছেন নীহার আহমেদ। প্লাবন কোরেশীর সুরে গানের সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ। গানটিতে ভিডিওতে মডেল হয়েছেন সুপ্ত, তাহি ও একদল নৃত্যশিল্পী। ভিডিওটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।   

গানটির ভিডিও ধারণ করেছেন সানি খান। কোরিওগ্রাফ করেছেন প্রিন্স খান। এর আগে সেভেন টিউনস এর ব্যানারে আসিফ আকবরের কসম গানটি প্রকাশিত হয়েছিল।

দিল দিওয়ানা প্রসঙ্গে আসিফ আকবর বলেন, খুব ব্যতিক্রম কিছু হয়েছে তা বলবো না। আমার মতোই একটা গান হয়েছে। সমালোচকদের চেয়ে আমি বরাবরই বিনোদনপ্রিয় শ্রোতাদের প্রাধান্য দিই। এই গানে শ্রোতারা সেই মজাটা পাবেন। ভিডিওটিও দারুণ হয়েছে। আমার কাছে যেহেতু ভালো লেগেছে, দর্শকদেরও মন্দ লাগবে না।  

এসি

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি