ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

রূপসার ‘মায়া বাড়াইছে’ আরজু   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৫, ১০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

এবার মিউজিক ভিডিওর মডেল হয়ে আসলেন চিত্রনায়ক আরজু। চমৎকার লোকেশনে গানটির দৃশ্যেধারণ করা হয়। একজন ডাকহরকরার চরিত্রে তিনি অভিনয় করেছেন।‘মায়া বাড়াইছে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন রুকসানা রূপসা। গানটির কথা ও সুর কে জিয়া এবং সংগীতায়োজনে রয়েছেন ইবনে রাজন। ভিডিওটি নির্মাণ করেছেন মাহিন আওলাদ।           

গানটিতে অভিনয় প্রসঙ্গে আরজু বলেন, “চমৎকার একটি গান হয়েছে। গানটির জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। ‘শর্ত’ ছবিতে আমার অনেক প্রিয় রাজ্জাক স্যারের চরিত্রটির সাজে আমি উপস্থিত হয়েছি।”  

তিনি আরো বলেন, “এই গানটিতে সুন্দর একটা গল্প রয়েছে। একজন ডাক হরকরার প্রেম, বিরহ নিয়ে তৈরি হয়েছে মিউজিক ভিডিওটি। মাহিন অনেক সুন্দর করে বানিয়েছে এটি। আশাকরি, সবার ভালো লাগবে।”

‘মায়া বাড়াইছে’ গানটি ধ্রুবমিউজিক স্টেশন থেকে বৃহস্পতিবার (৯ আগস্ট) তাদের ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়। এছাড়াও গানটি শোনা যাবে বাংলালিংক ভাইব ও জিপি মিউজিকে।   

এসি       

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি