ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

বুলবুলের সুরে দেশের গানে কণ্ঠ দিলেন পুতুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ১১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

সাজিয়া সুলতানা পুতুল। একের পর এক শ্রোতাদের জন্য গান উপহার দিচ্ছেন তিনি। এবার প্রখ্যাত সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর ও সংগীতে একটি দেশের গানে কণ্ঠ দিয়েছেন এই কণ্ঠশিল্পী।
বৃহস্পতিবার গানটি রেকর্ডিং হয়েছে। ‘আমার বাংলাদেশে’ শিরোনামের গানটি লিখেছেন বনি শর্মা। প্রচার হবে বৈশাখী টেলিভিশনে।
গানটি প্রসঙ্গে পুতুল বলেন, আমার সঙ্গীতজীবনে বুলবুল আংকেলের অনেক অবদান। তার সঙ্গে এর আগে অনেক গানে কাজ করেছি। কিন্তু মাঝে দীর্ঘ সময় একত্রে কাজ করা হয়নি। তাই নতুন গানটি করতে পেরে আমি আনন্দিত।
এদিকে পুতুল বর্তমানে তার নতুন গানের অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। ঈদুল আজহার পর তিনি নিজের পঞ্চম এককের দ্বিতীয় গান ‘সময়ের কাছে মিনতি’ প্রকাশ করবেন।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি