ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

বয়সে ছোট যুবকের সঙ্গে লোপেজের প্রেম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২, ১২ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

জেনিফার লোপেজ। নিত্যনতুন গান দিয়ে ভক্তদের মুগ্ধ করে যাচ্ছেন তিনি। সঙ্গীত কিংবা অভিনয়, সব ক্ষেত্রেই নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করে চলেছেন এই তারকা। প্রতিবারই তিনি চমক দিয়েছেন। শুধু ক্যারিয়ার নয়, মার্কিন এই সঙ্গীতশিল্পী ব্যক্তিজীবনেও রোমিন্টিকতাকে ছাড়িয়ে গেছেন। অসংখ্য প্রেমিকের হাতে হাত রেখে ভালোবাসার মহাকাব্য রচনা করে চলেছেন। বর্তমানে বয়সে ছোট এক যুবকের সঙ্গে প্রেম করছেন লোপেজ। প্রেমিক অ্যালেপ রদ্রিগেজ আমেরিকার বেসবল তারকা।

সর্বশেষ ইতালির নেপল্‌স শহরের পাশে কাপরি দ্বীপে দেখা যায় এ নতুন জুটিকে। অবকাশ কাটাতে সেখানে মধুর সময় পার করছেন তারা। আনন্দময় উদযাপনের সেসব ছবি ইনস্টাগ্রামে দেদার শেয়ারও হচ্ছে। ছবিতে রদ্রিগেজের গায়ে হেলান দিয়ে ছিলেন লোপেজ।

ছবিটি প্রসঙ্গে লোপেজ বলেন, ‘ছবিটি প্রতীকী। রদ্রিগেজ এখন আমার জীবনের পরম নির্ভরতা। সেটা বোঝানোর জন্যই ছবিটি দেওয়া।’
এখন পর্যন্ত জেনিফার লোপেজ তিনটি বিয়ে করেছেন। এ ছাড়াও তার স্বীকৃত প্রেমিকের সংখ্যা আটের অধিক। সে তালিকার নতুন সংযোজন রদ্রিগেজ।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি