ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

প্রিয়াংকার সঙ্গে শিগগির নিকের বিয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪১, ১২ আগস্ট ২০১৮ | আপডেট: ১৭:০১, ১২ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার সঙ্গে মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের প্রেম নিয়ে মিডিয়া পাড়ায় আলোচনা-সমালোচনা কম হয়নি। সবচেয়ে আলোচনার বিষয় হয়ে দাড়িয়েছে তাদের বিয়ে নিয়ে। তাদের দুজনের বাগদান সম্পন্ন হওয়ার কথা জানিয়েছেন মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। তিনি জানান, খুব শিগগির তারা বিয়ের পিঁড়িতে বসবেন।

এদিকে গত ৬ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরার সময় প্রিয়াংকার হাতে বাগদানের আংটি দেখা গেছে। দিল্লির বিমানবন্দরে পৌঁছানোর পর প্রিয়াংকা হাত থেকে বাগদানের আংটি খুলে নিজের প্যান্টের পকেটে রাখেন।

ইউএস উইকলি সাময়িকীর প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টেই নিউইয়র্কের এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিক তাদের বাগদানের কথা জানান।

এ সময় প্রিয়াংকাকে বিয়ে ও ভবিষ্যৎ পরিকল্পনার নিয়ে প্রশ্ন করা হলে হাসিমুখে জবাব দেন নিক। তিনি জানান, তারা খুব তাড়াতাড়ি সংসার পাততে চান।

তথ্যসূত্র: দ্য উইকলি।


এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি