প্রকাশ পেয়েছে ‘সুই ধাগা’র ট্রেলার (ভিডিও)
প্রকাশিত : ১২:৫৬, ১৪ আগস্ট ২০১৮ | আপডেট: ১২:৫৭, ১৪ আগস্ট ২০১৮
 
				
					ঘর ভর্তি কাপড়। সেখানে একটি সেলাই মেশিনের ওপর বসে রয়েছেন বরুণ ধবন। গায়ে সোয়েটার। গলায় ঝোলানো মাপ নেওয়ার ফিতে। পিছনে ঘোমটা দিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আনুশকা শর্মা। ঠিক এভাবেই দিন কয়েক আগে মুক্তি পেয়েছিল ‘সুই ধাগা’র প্রথম পোস্টার। আর গতকাল মুক্তি পেল ছবির ট্রেলার। সব কিছু ঠিক থাকলে আগামী ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।
শরত্ কাটারিয়া পরিচালিত এই ছবির দম্পতি বরুণ এবং অনুষ্কার নাম মউজি এবং মমতা। এই ছবিতে বরুণ পেশায় দর্জি। আর তার স্ত্রী আনুশকা জামা-কাপড়ে সুতোর কাজ করেন। মউজির কাজে সাহায্য করতেন মমতা। এভাবেই এগিয়েছে ছবির গল্প। এক বেকার গৃহবধূর আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার জার্নি এ ছবিতে দেখবেন দর্শক। ভোপাল, দিল্লি এবং মুম্বাইতে হয়েছে এই ছবির শুটিং।
অন্য ছবির মতো এ ক্ষেত্রেও বাছাইয়ের সময় আনুশকা সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন চিত্রনাট্যের ওপর। যশ রাজ ফিল্মসের ব্যানারে তৈরি এই ছবিতে ভারতের বিভিন্ন প্রদেশের সুতোর কাজকে তুলে ধরা হবে। সব মিলিয়ে ফের একটি ভিন্ন ধারার ছবি উপহার দেবেন বরুণ-আনুশকা। এমনটাই মনে করছেন বলি মহলের একটা বড় অংশ।
সূত্র: আনন্দবাজার
একে//
 
				        
				    






























































