ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

কণ্ঠশিল্পী সালমাকে আঙটি পরালেন তানজিব!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩০, ১৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

কণ্ঠশিল্পী সালমার অনামিকায় আঙটি পরিয়ে দিচ্ছেন তানজিব সারোয়ার। ফেসবুকে একটি ছবি শেয়ার করে সেখানে শিরোনামে তানজিব উল্লেখ করেন `সবাই আমাদের জন্য দোয়া করবেন`। এমন শিরোনাম দেখে যে কেউ চমকে উঠবে। ভক্তরাও দ্বিধায় পড়ে গেছেন। এর রহস্য কী?

তবে সব জল্পনার অবসান ঘটালেন তানজিব সারোয়ার। তিনি বললেন, নতুন একটি মিউজিক ভিডিওর দৃশ্য এটি। সালমা আর তানজিব প্রথমবারের মতো একসাথে একই গানে কণ্ঠ দিলেন। পোড়ামন নামের এই গানের মিউজিক ভিডিও শিগগির আসছে। শুটিং সম্পন্ন হয়েছে।  

এই গানের কথা লিখেছেন ওমর ফারুক। সুর ও সঙ্গীত আয়োজন করেছেন বিবেক। গানটি ধ্রুব মিউজিক স্টেশন থেকে মুক্তি দেওয়া হবে।

তানজিব সারোয়ার বলেন, পোড়ামন গানের শুটিং টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আমার আর সালমার প্রথম কাজ এটি। আমরা দুজনই মডেল হয়েছি। আর অনামিকায় বিয়ের আঙটি পরানোর একটি দৃশ্য রয়েছে এই ভিডিওতে। বেশ চমৎকার একটি কাজ হয়েছে। যার কারণে এর একটি স্টিল ছবি ফেসবুকে শেয়ার করতে ইচ্ছে হলো।

এসি

    


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি