ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

নতুন প্রেমে আসিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৩, ১৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

গায়ক আসিফ আকবরের জীবনে বেশ পরিবর্তন এসেছে। তিনি ফের প্রেমেও পড়েছেন। এক ললনার পেছনে ছুটছেন তিনি। সেই খুশিতে রীতিমতো নাচতেও দেখা গেছে তাকে।

তবে বাস্তবে নয়। একটি গানের মিউজিক ভিডিওতে পাগল প্রেমিকের ভূমিকায় কাজ করেছেন তিনি। গানের নাম ‘ও কন্যা তোমারে’।

কথা-সুর ও সঙ্গীত আয়োজন করেছেন তরুন মুন্সী। গানটিতে আসিফের বিপরীতে মডেল হিসেবে রয়েছেন চিত্রনায়িকা শিরিন শিলা।  গতকাল মঙ্গলবার এফডিসিতে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে।

জানা গেছে, আসছে ঈদ-উল-আজহায় ‘নিউ ভিশন বিডি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে গানটি। ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির।

আসিফ আকবর গণমাধ্যমকে বলেন, গানের ভিডিওতে আমার বিপরীতে কাজ করেছে শিরিন শিলা। এটা আমাদের প্রথম কাজ। বেশ ভালো গোছালো একটা মেয়ে তিনি। কাজের প্রতি সিনসিয়ার। সবমিলে দর্শকদের ভালো লাগবে।

শিরিন শিলা বলেন, আসিফ ভাইয়ের গানের একজন ভক্ত আমি। তার গান ভীষণ ভালো লাগে। কখনও ভাবিনি একদিন তার বিপরীতে কাজ করা হবে। একসঙ্গে কাজটি করতে পেরে ভালো লাগছে।

ঈদে এই গানটি ছাড়া আরও বেশ কয়েকটি গান প্রকাশ হবে আসিফের। এর মধ্যে অন্যতম ‘ওরে পাখি’ নামের একটি মিউজিক ভিডিও। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর। শিগগিরই গানটি আরটিভি মিউজিক (ইউটিউব) চ্যানেলে প্রকাশ হবে।

‘ওরে পাখি’ লিখেছেন সুহৃদ সুফিয়ান এবং সুর-সঙ্গীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি