ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

আলোচিত ‘ভারত’ সিনেমার টিজার প্রকাশ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২, ১৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

সালমান খান মানেই ভক্তদের মধ্যে আলাদা উত্তেজনা। তার নতুন সিনেমা ‘ভারত’। ইতিমধ্যেই বেশ আলোচনা শুরু হয়েছে সিনেমাটি নিয়ে। এরই মধ্যে ভারতের স্বাধীনতা দিবসে ‘ভারত’ সিনেমার টিজার প্রকাশ্যে আনলেন সালমান খান।
পরিচালক আলি আব্বাস জাফরের এই সিনেমাটি কোরিয়ান ব্লকবাস্টার ‘ওয়ে টু মাই ফাদার’ সিনেমার রিমেক। প্রায় ৬০ বছর সময়কালকে তুলে ধরা হবে এখানে। যেখানে আবার পাঁচটি আলাদা লুকে দেখা যাবে সালমান খানকে।
টিজারে অবশ্য সালমান বা সিনেমার কোনও দৃশ্যই দেখা যাচ্ছে না। এতে শুধু সিনেমার লোগোই দেখেছে দর্শক।

উল্লেখ্য, এই সিনেমাতে প্রথমে সালমানের সঙ্গে জুটি বাঁধার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু শুটিং শুরুর ঠিক আগে অভিনেত্রী সরে দাঁড়ান সিনেমা থেকে। এরপর শোনা যায় এই সিনেমাতে অনস্ক্রিন মাতাবেন সালমান-ক্যাটরিনা। এছাড়াও ‘ভারত’ সিনেমাতে থাকছেন দিশা পাটানি, সুনীল গ্রোভার, সৌরভ শুক্লা, শশাঙ্ক অরোরা, টাবুসহ আরও অনেকে।
সূত্র : নিউজ ১৮


এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি