ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

বয়সকে হার মানিয়ে ৬০-এও আবেদনময়ী ম্যাডোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ১৬ আগস্ট ২০১৮ | আপডেট: ১৩:১৬, ১৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

মার্কিন পপসম্রাজ্ঞী ম্যাডোনা লুইস। আজ তার ৬০তম জন্মদিন। যদিও ম্যাডোনা নিজে মনে করেন তার বয়স পঁচিশে থমকে আছে। বয়স বাড়লে নারী শিল্পীরা আকর্ষণ হারানোর ধারণাকে ম্যাডোনা ভুল প্রমাণ করেছেন। আবেদনের দিক দিয়ে এখনও ম্যাডোনা অনেক টিনএজারকেও হার মানান।

এই পপসম্রাজ্ঞী ৬০ বছরের মধ্যে ৩৫ বছরই কাটিয়েছেন সংগীতজগতে। ম্যাডোনা আমেরিকার সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী। ফোর্বসের হিসাবমতে, ম্যাডোনার মোট সম্পদের পরিমাণ ৪ হাজার ২০০ কোটি টাকা। এছাড়া ইউকে চার্টের সেরা পাঁচে ম্যাডোনা সবচেয়ে বেশিবার স্থান পাওয়া নারী শিল্পী। ম্যাডোনার গাওয়া ৪৬টি সিঙ্গেল ইউকে চার্টের সেরা পাঁচে স্থান পেয়েছে। স্পটিফাইয়ের জরিপে ম্যাডোনার সবচেয়ে জনপ্রিয় গানগুলো যথাক্রমে লাইক অ্যা ভার্জিন, হাঙ আপ, হলিডে, লা ইসলা বোনিতা, লাইক অ্যা প্লেয়ার।

তার প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৮৩ সালে। এরপর এখন পর্যন্ত তার বিভিন্ন অ্যালবাম বিক্রি হয়েছে ৩০ কোটির বেশি। এর মাধ্যমে ম্যাডোনা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। তিনিই এখন ইতিহাসে বেস্ট সেলিং নারী রেকর্ডিং সংগীতশিল্পী।

সূত্র : বিবিসি

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি