ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

বাপ্পার কণ্ঠে হেমন্তের গান (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৯, ১৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া জনপ্রিয় গান ‘আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা’ গানটি এবার প্রথমবারের মতো রেকর্ড করলেন বাপ্পা মজুমদার। ছোটবেলা থেকেই বাপ্পা এ গানটি গাইতেন। এখনও বিভিন্ন অনুষ্ঠানে মাঝেমধ্যে গানটি গেয়ে আসছেন তিনি।

সলিল চৌধুরীর লেখা ও সুর করা গানটি নতুন করে সংগীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া। এরই মধ্যে গানটি ভিডিও আকারে প্রকাশিত হয়েছে সিলন টি ইউটিউব চ্যানেলে। গায়কি শুনে অনেকেই বাপ্পার প্রশংসা করছেন।

বাপ্পা মজুমদার বলেন, ‘গানটি শুনতে অনেক সহজ মনে হলেও গাইতে গেলে বোঝা যায় কত কঠিন। গানটির ভেতরে ঢুকে গাইতে গেলে ভেতরের ব্যাপারটা অনুভব করা যায়। আমার নিজের পছন্দের গান, অনেক গেয়েছি, তার পরও রেকর্ড করতে গিয়ে খুব চিন্তার মধ্যে ছিলাম। মোট চারবার ভয়েস দিয়েছি। পার্থদা বারবারই বলছিলেন অরিজিনাল গানের ফ্লেভারটা যেন গায়কিতে ফুটে ওঠে। আমি সাধ্যমতো চেষ্টা করেছি। ভালো-মন্দের বিচার শ্রোতাদের হাতে।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি