ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

ঈদ আয়োজনে মাহফুজুর রহমান ও ইভার গান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ১৮ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ঈদ আয়োজনে এটিএন বাংলায় দুই দিন থাকছে কণ্ঠশিল্পী ইভা রহমান ও ড. মাহফুজুর রহমানের বিশেষ গানের অনুষ্ঠান। এই ঈদে ইভা রহমান হাজির হচ্ছেন ‘মনের রঙে রাঙাবো’ শিরোনামের গানের অনুষ্ঠান নিয়ে। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন, রাত ১০.৩০ মিনিটে। আর ড. মাহফুজুর রহমান হাজির হচ্ছেন ‘বলো না তুমি কার’ শিরোনামের একটি গানের অনুষ্ঠান নিয়ে। এটি প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ১০.৩০ মিনিটে।

শিল্পী ইভা রহমানের গাওয়া গান নিয়ে এ পর্যন্ত ২৪টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এসব অ্যালবাম থেকেই বাছাই করা গানগুলো নিয়ে সাজানো হয়েছে ‘মনের রঙে রাঙাবো’ অনুষ্ঠানটি। আর গানগুলো চিত্রায়িত হয়েছে দেশে এবং দেশের বাইরের মনোরম সব লোকেশনে।

অন্যদিকে কণ্ঠশিল্পী ড. মাহফুজুর রহমান যে গানগুলো পরিবেশন করবেন সেগুলো হলো- একটা মন দাও, কত সুন্দর তুমি, স্মৃতি নিয়ে বেঁচে আছি, শুধু তোমাকেই, আমার চেয়ে অনেক বেশি, আজ কেন মনে হয়, আমাকে আর ভালোবাস না, একা থাকার যন্ত্রণা ইত্যাদি।

স্টুডিওসহ দেশে এবং দেশের বাইরের মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে অনুষ্ঠানের গানগুলো।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি