ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ঈদে গানে গানে কাটছে আঁখির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ২৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। শুধু তাই নয়, দীর্ঘ এই পথ পাড়ি দিয়ে এতটুকু ক্লান্ত নন তিনি। প্রতিদিনই নতুন উদ্যমে দিন শুরু করছেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। অডিও গানের বাইরেও প্লেব্যাকে তার অন্যরকম একটি গ্রহণযোগ্যতা রয়েছে। সেই সঙ্গে স্টেজ শো তো আঁখির তুলনা তিনি নিজেই। দেশ-বিদেশের সারা বছরই স্টেজ মাতিয়ে রাখেন এ শিল্পী।

গত ঈদ গানে গানে কাটিয়েছেন আঁখি। নতুন গান, মিউজিক ভিডিও, টিভি লাইভে সরব ছিলেন তিনি। এবারের ঈদ কেমন কেটেছে জানতে চাইলে আঁখি বলেন, অনেক ভালো কেটেছে ঈদ। গানে গানেই কেটেছে। কারণ নতুন গান, টিভি অনুষ্ঠানসহ গানের মাঝেই ছিলাম ঈদের দিনগুলোতে।

ঈদে জনপ্রিয় সংগীত তারকা আসিফ আকবরের সঙ্গে আঁখির নতুন গান ও মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে।সুহৃদ সুফিয়ানের কথায় ‘ওরে পাখি’ শিরোনামের গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। গানটির মিউজিক ভিডিওতে অনবদ্য অভিনয় করেছেন আসিফ ও আঁখি। আরটিভি মিউজিক থেকে প্রকাশিত এ গানের মিউজিক ভিডিও নির্মাণ করেন চন্দন রয় চৌধুরী। ঈদে শ্রোতা-দর্শকদের অন্যরকম আনন্দে ভাসিয়েছে গানটি।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি