ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

মনোমুগ্ধকর প্রাসাদ কিনলেন জাস্টিন বিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৩, ২৭ আগস্ট ২০১৮ | আপডেট: ১৭:৪২, ৩০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

জাস্টিন বিবারকে নিয়ে বিতর্ক কম হয়নি। কখনও তিনি কৃষ্ণাঙ্গদের ‘নিগার’ বলে সম্বোধন করেছেন, কখনও প্রতিবেশীর বাড়িতে ডিম ছুড়ে জিনিসপত্র নষ্ট করেছেন, আবার কখনও কনসার্টে এসে ‘লিপ সিঙ্ক’-কাণ্ডেও জড়িয়ে পড়েছেন। 

সেই বিবার এবার নতুন একটি বাড়ি কিনলেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই প্রাসাদের ছবি। তার প্রসাদ নিয়ে কেউ বলছেন, হেলে বল্ডউইনের সঙ্গে সংসার পাততে চলেছেন। তাই কানাডার অন্টারিওতে এই নতুন বাড়ি কিনেছেন তিনি।

১০১ একর জমির উপর তৈরি এই বাড়িটি বিবার কিনেছেন মাত্র ৩৫ কোটি টাকায়। চারটি বেডরুম ও ছ’টা বাথরুম রয়েছে বাড়িটিতে।

জাস্টিন প্রকৃতি ভালবাসেন। এই বিশাল বাড়িটির পিছনে একটি জলাশয়ও রয়েছে। বসার ঘর থেকেই সরাসরি দেখা যায় সেটি। জাস্টিনের নাকি ভারী পছন্দ এই ড্রয়িং রুম। দোতলার একটি ওয়াইন রুম রয়েছে। ওয়াইন ভারী পছন্দ বিবার ও তার বান্ধবী বল্ডউইনের। সেই অনুযায়ী অন্দরসজ্জা তৈরি হয়েছে।

বিবারের সবচেয়ে পছন্দের রং সাদা। সেই রংই তিনি ব্যবহার করেছেন কিচেন কাম ডাইনিং হলটিতে। শুধুমাত্র সিনেমা দেখার জন্য একটা ছোট্ট প্রেক্ষাগৃহ রয়েছে বিবারের বাড়িটিতে। পোষ্য ঘোড়াদের জন্য আস্তাবলও রয়েছে বিবারের প্রাসাদে। তবে কোন ঘরে গানবাজনা করবেন, তা ফ্যানেদের জানাননি বিবার।

এসি     

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি