ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

‘হান্টার’-এ সাধু রূপে সাইফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮, ২৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

‘সেক্রেড গেমস’ মুক্তি পর ব্যাপক সাড়া পেয়েছেন সাইফ আলি খান। অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া এই ওয়েব সিরিজটির কথা এখন সবার মুখে মুখে।
এদিকে বলিউড ‘নবাব’ সম্প্রতি নতুন সিনেমা ‘হান্টার’র শুটিং শুরু করেছেন। বর্তমানে মুম্বাইতে নভদীপ সিং পরিচালিত সিনেমাটির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এতে নাগা সাধু রূপে দেখা যাবে তাকে।

এরই মধ্যে সিনেমাটিতে তার লুক প্রকাশ পেয়েছে। সাধু রূপে ক্যামেরাবন্দী হয়েছেন সাইফ আলি খান। তবে সাইফের এই লুকের সঙ্গে ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ সিরিজের জনি ডেপের লুকের সঙ্গে কিছুটা মিল পাওয়া যাচ্ছে।

‘হান্টার’ সিনেমার একটি সূত্র জানান, রাজস্থানে প্রথম পর্বের শুটিং শেষে এখন মুম্বাইতে সিনেমাটির শুটিং চলছে। এখানে তৈরি করা সেটে হবে অ্যাকশন দৃশ্যের শুটিং।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি