সব গুঞ্জন উড়িয়ে দিলেন চিত্রাঙ্গদা
প্রকাশিত : ১১:৪৬, ২৯ আগস্ট ২০১৮
বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। তার সাবেক স্বামী জনপ্রিয় গলফার জ্যোতি রানধাওয়া। দুজনের বিবাহবিচ্ছেদ হলেও সুসম্পর্ক রয়েছে তাদের মধ্যে। সম্প্রতি গুঞ্জন রটেছে যে, প্রাক্তন গলফার স্বামীর জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন তিনি। কিন্তু এই গুঞ্জনকে নাকচ করে দিয়েছেন চিত্রাঙ্গদা।
একটি সূত্র জানায়, হকি খেলোয়াড় সন্দ্বীপ সিংয়ের জীবনীভিত্তিক সিনেমা ‘সুরমা’ প্রযোজনার পর আরও একজন ক্রীড়াব্যক্তিত্বের বায়োপিক করার পরিকল্পনা করছেন চিত্রাঙ্গদা।
সেক্ষেত্রে ভারতীয় গলফে প্রাক্তন স্বামী জ্যোতির বিশেষ অবদান আছে। যা সেলুলয়েডে বন্দি করতে চান চিত্রাঙ্গদা, এমন গুঞ্জন ছিল বহুদিন ধরে। তবে চিত্রাঙ্গদা এ খবরকে ভিত্তিহীন এবং গুজব বলে উড়িয়ে দিলেন।
চিত্রাঙ্গদা বলেছেন, তার পরবর্তী প্রযোজনা হতে যাচ্ছে একজন প্যারা অলিম্পিয়ানকে নিয়ে। যা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।
চিত্রাঙ্গদাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘সাহেব’ ও ‘বিবি অর গ্যাংস্টার-৩’ সিনেমাতে।
সূত্র : ডিএনএ
এসএ/










