ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

দীর্ঘ বিরতির পর নতুন দুই গানে তপন চৌধুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ৩১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

দীর্ঘ বিরতির পর কোরবানি ঈদ উপলক্ষে প্রকাশিত হয়েছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী তপন চৌধুরীর নতুন দুটি গান।গানগুলোতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন এ সময়ের গায়িকা হৈমন্তী ও নন্দিতা।

‘এই মিষ্টি হাওয়ার রাতে’ শিরোনামের একটি গান লিখেছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এতে তপন চৌধুরীর সঙ্গে গেয়েছেন নন্দিতা।

অন্য গান ‘আড়াল হলেই তুমি’ লিখেছেন সাখাওয়াত হোসেন মারুফ। এতে সহশিল্পী হিসেবে রয়েছেন হৈমন্তী। দুটি গানের সুর ও সঙ্গীত করেছেনে উজ্জ্বল সিনহা।

গান দুটি প্রসঙ্গে তপন চৌধুরী বলেন, ‘কয়েক মাস আগে নতুন অ্যালবাম নিয়ে গানে ফিরেছি। এবার নতুন দুটি গান প্রকাশ হল। আমার সঙ্গে হৈমন্তী ও নন্দিতা ভালো গেয়েছেন। আমার বিশ্বাস গানগুলো শ্রোতাদের কানে স্বস্তি দেবে।’

গানগুলো বাংলাঢোলের ইউটিউব চ্যানেল, অডিও অ্যাপ ও স্ট্রিমিং প্লাটফর্ম বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন ও এয়ারটেলস্ক্রিনে প্রকাশিত হয়েছে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি