ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

তারকা খেলোয়াড়দের নিয়ে বুশরার মিউজিক ভিডিও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮, ১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

‘খেলাধুলার বাংলাদেশ’ নামে নতুন এক গানের ভিডিও নিয়ে আসছেন সংগীতশিল্পী বুশরা শাহরিয়ার। সম্প্রতি শেষ হয়েছে এর শুটিং। গানের কথা ও সুর করেছেন বুশরা নিজেই আর সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

মিউজিক ভিডিওটিতে বাংলাদেশের বিভিন্ন খেলা সাতচারা, ফুল টোকা, কানামাছি, হাডুডু, ফুটবল, ক্রিকেট, দাবা, গল্ফ, শুটিং, সুইমিং, জুডু, কারাতে ইত্যাদিকে একটি গল্পের আলোকে তুলে ধরা হয়েছে। ভিডিওটির বাড়তি চমক হিসেবে থাকছে বিভিন্ন তারকা খেলোয়াড়, যাদের সচরাচর মিউজিক ভিডিওতে দেখা যায় না।
ভিডিওতে বুশরার সঙ্গে দেখা যাবে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে। সেই সঙ্গে আরও থাকবেন তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিমকে। এছাড়া থাকবেন স্বনামধন্য ফুটবলার আসলাম, দাবার গ্রান্ড মাস্টার জিয়াউর রহমানসহ আরও অনেক তারকা খেলোয়াড়। যাদের প্রথমবারের মতো এই মিউজিক ভিডিওটিতে পার্ফরম করতে দেখা যাবে। এছাড়া বিদেশি পর্যটকের ভূমিকায় বুশরার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে রাশিয়ান মডেল আর্টেমকে।

জানা গেছে, ঢাকা, পুরান ঢাকা, মানিকগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজারে টানা এক সপ্তাহ শুটিং করে ভিডিওটির ৯০ শতাংশ কাজ সম্পন্ন করা হয়। এরপর মিরপুর শেরেবাংলার স্টেডিয়ামে শুটিংয়ের মধ্য দিয়ে গানটির শেষাংশের শুটিং শেষ হয়। মিউজিক ভিডিওটির দিকনির্দেশনা দিয়েছেন নির্মাতা তানিম রহমান অংশু।

এশিয়া কাপকে সামনে রেখে গানটি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বুশরা শাহরিয়ারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হবে বলে জানান বুশরা।

বুশরা জানান, সামনে এশিয়া কাপকে মাথায় রেখেই ভিন্নধর্মী আয়োজনের এই কাজটি করেছি। আমার এই গানে একসঙ্গে অনেকগুলো জনপ্রিয় তারকাকে পেয়েছি। এতে আমি সত্যিই ভীষণ আনন্দিত।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি