ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

সুপ্তির কন্ঠে ‘তুমি ছাড়া কেহ নাই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩২, ২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

‘তুমি ছাড়া কেহ নাই’ শিরোনামের গান নিয়ে আবারও ভক্তদের সামনে আসছেন শিশু শিল্পী সুপ্তি। এর আগে ‘মন যদি’ গান গেয়ে বেশ প্রশংসিত হন সুপ্তী। এছাড়া তার গাওয়া গান ‘স্বাধীনতা, ও ‘আমি আমার গল্প’ গান দুটিও আলোচনায় আসে।   

‘তুমি ছাড়া কেহ নাই’ নতুন এ গানটি ফোক ধারার। কবি রোকসানা মজুমদার সুখীর একটি গীতি কবিতা অবলম্বনে করা হয়েছে। এটিতে সুর দিয়েছেন নাজির মাহামুদ এবং সংগীতে মুসফিক লিটু। গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন নির্জন আহমেদ।

গানটি প্রসঙ্গে নাজির মাহমুদ বলেন, সুপ্তির এই গানটি সবার ভালো লাগবে। আজকের এই খুদে সুপ্তি আগামী দিনে একজন বড় শিল্পী হবে। সংগীতাঙ্গন একজন দারুন প্রতিভাবান শিল্পী পাবে বলে আমি মনে করি।

সুপ্তি তার গান সম্পর্কে বলেন- এই গানটির কথা ও সুর অন্য রকম। প্রথমবারের মত ফোক ধারার গান করেছি। আমি কৃতজ্ঞতা জানাই সুখী ম্যামকে এবং শ্রদ্ধেয় নাজির মাহামুদকে এমন সুন্দর একটি গান আমাকে গাইবার সুযোগ দেয়ার জন্যে’।   

আগামী ৭ সেপ্টেম্বর গানটির মিউজিক ভিডিও সুপ্তি মিউজিকের অফিসিয়াল চ্যানেল সুপ্তি মিউজিক ষ্টেশন থেকে মুক্তি পাবে।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি