ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

শাহরুখের সাফল্যের নেপথ্যের গল্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৪, ৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সালমান খান ও তার পরিবারের জন্যই শাহরুখ খান এত বড় তারকা হতে পেরেছেন। শাহরুখ খান এ কথা নিজেই জানালেন। সালমান খানের গেম শো ‘দাশ কা দম’-এর সিজন থ্রির চূড়ান্ত পর্বে শাহরুখ তার সাফল্যের নেপথ্যের গল্প বলেন। সালমানের বাবা প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খানের প্রতিও কৃতজ্ঞতা জানান ৫২ বছর বয়সী বলিউড সুপারস্টার।

শাহরুখ খান বলেন, প্রথম যখন মুম্বাইয়ে আসি, তখন অভিনেতা হিসেবে দিনগুলো ছিল সংগ্রামের। ওই সময় আমি সালমানের বাড়িতে খেতাম। সেলিম খানজি আমাকে অনেক সাহায্য করেছিলেন। আর তাদের জন্যই আজ আমি শাহরুখ খান হতে পেরেছি।

শাহরুখ আরও বলেন, আমি এই শোতে এসেছি শুধু সালমান খানের কারণে। সে আমাকে যেখানে যেতে বলবে, আমি সেখানেই যাব।

শাহরুখ খান এখন ‘জিরো’ ছবি নিয়ে ব্যস্ত। এ ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। অন্যদিকে, সালমান খান ‘ভারত’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এ ছবিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ।

সূত্র: বলিউডলাইফ ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি