ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

কলেরগান থেকে আসছে রিজভী রাজের ‘তুই শুধু আমারি’   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৪, ৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

এ প্রজন্মের কণ্ঠশিল্পী রিজভী রাজের গাওয়া ‘তুই শুধু আমারি’ গানের মিউজিক ভিডিও প্রকাশিত হতে যাচ্ছে। সাজিদ সরকারের কথায়, ইকরাম হোসেনের সুর ও সঙ্গীতায়জনে গানের মিউজিক ভিডিওটি প্রকাশ করতে যাচ্ছে অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান কলেরগান মাল্টিমিডিয়া।

মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন ইশরাত জাহান, অঞ্জন শর্মা, সোহাগ চৌধুরী, জাহিদ প্রমূখ। মিউজিক ভিডিওটি পরিচালনায় ছিলেন অর্ণব আহমেদ।      

গানটির গীতিকার সাজিদ সরকার বলেন ‘রিজভী রাজ এ প্রজন্মের একজন প্রতিভাবান কন্ঠশিল্পী। তার কন্ঠে গানটি প্রাণ পেয়েছে। গানটিতে চমৎকার সুর করেছেন ইকরাম হোসেন। আশা করি মিউজিক ভিডিওটি সবার ভাল লাগবে।’

গানটির সুরকার ও সঙ্গীত পরিচালক ইকরাম হোসেন বলেন ‘সাজিদ সরকারের মত প্রতিভাবান গীতিকবির গানটিতে সুরারোপ ও সঙ্গীতায়োজন করতে পেরে খুব ভাল লাগছে আর রিজভী রাজ খুব যত্ন করে গানটি গেয়েছেন। মিউজিক ভিডিওটি সবাই উপভোগ করবেন।’

শিঘ্রই মিউজিক ভিডিওটি কলেরগান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি