ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

আসছে নিপার মিউজিক ভিডিও ‘মনের দাবীদার’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

কন্ঠশিল্পী নিপা নিয়ে আসছেন নতুন একটি গানের মিউজিক ভিডিও। গানটির শিরোনাম ‘মনের দাবীদার’। গানটিতে তার সঙ্গে দ্বৈত কন্ঠ দিয়েছেন রাকিব মোসাব্বির।  

গানটির কথা লিখেছেন এইচ এম রিপন। সুর ও সংগীত পরিচালনা করেছেন রাকিব মোসাব্বির। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন রাহাত ও নন্দিনী।  

মিউজিক ভিডিও নির্মাণ করেছে সিডি চয়েস মিউজিক টিম। এটি প্রকাশ করবে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস মিউজিক।

মিউজিক ভিডিও প্রসঙ্গে নিপা বলেন, আমরা একেকজন একেকজনের মনের দাবীদার। কিন্তু সঠিক মানুষটিকে মন কতজন দিতে পারি। এই গানটিতে সুন্দর একটি গল্প আছে। গানের কথার সঙ্গে সমন্বয় করে মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে। আশা করি সবার ভালো লাগবে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি