ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

স্টার সিনেপ্লেক্সে ‘দ্য প্রিডেটর’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬, ১৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ মুক্তি পেতে যাচ্ছে ‘প্রিডেটর’ সিরিজের নতুন সিনেমা ‘দ্য প্রিডেটর’। একইদিনে ঢাকার স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি।

বিজ্ঞানকল্পধর্মী মারকুটে এ সিনেমার পরিচালক শেইন ব্ল্যাক। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বয়েড হলব্রুক, ট্রেভান্ট রোডস, জ্যাকব ট্রেম্বলে, অলিভিয়া মান, থমাস জেইন, আলফি অ্যালেন, স্টার্লিং কে ব্রাউনসহ অনেকে।

তিন দশকেরও বেশি সময় আগে যাত্রা শুরু হয় প্রিডেটর সিরিজের। ১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল প্রথম সিনেমা ‘প্রিডেটর’। সায়েন্স ফিকশন হরর অ্যাকশনধর্মী এ সিনেমার প্রধান অভিনেতা ছিলেন হলিউডের ডাকসাইটে তারকা আর্নল্ড শোয়ার্জনেগার। এক সৈন্যদলের প্রধান হিসেবে অভিনয় করেছিলেন তিনি, যারা এক অচেনা পরিবেশে মুখোমুখি হয় নৃশংস এলিয়েনদের। সিনেমাতে দুর্দান্ত অ্যাকশন দিয়ে দর্শকদের মাতিয়েছিলেন শোয়ার্জনেগার।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি