ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

সঙ্গীতশিল্পী ন্যান্সি ও তার স্বামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ১৪ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১০:৩৫, ১৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও তার স্বামী নাজিমুজ্জামান জায়েদকে দ্রুত গ্রেপ্তার করার দাবিতে নেত্রকোনা সরকারি কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করা হয়েছে।

কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্রী সামিউন্নাহার শানুর ওপর নির্যাতনের বিচার দাবিতে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন সহপাঠীরা।

শানুর ওপর নির্যাতনের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলার হুকুমের আসামি হলেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও তার স্বামী নাজিমুজ্জামান জায়েদ। ওই মামলার পর গত ৭ সেপ্টেম্বর শানুর স্বামী ন্যান্সির ছোট ভাই শাহরিয়ার আমান সানিকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু এখন পর্যন্ত মামলার অপর দুই আসামি ন্যান্সি ও তাঁর স্বামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি